রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

বুস্টার ডোজ নিতে ভিড় কম

নিজস্ব প্রতিবেদক ও মানিকগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী শুরু হয়েছে বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন। তবে প্রথম দিনের ক্যাম্পেইনে অধিকাংশ কেন্দ্র প্রায় ফাঁকাই ছিল। গতকাল মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ টিকা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, টিকা কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল। দেশে কভিড নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে। অর্থনৈতিক ও চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। কভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম ও বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ১২ কোটি ৮৭ লাখ প্রথম ডোজ টিকা দিয়েছি, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি ৭৭ লাখ এবং বুস্টার ডোজ প্রায় দেড় কোটি মানুষকে দেওয়া হয়েছে। এবার প্রায় ১ কোটি মানুষের মাঝে ১৬ হাজার ৯৫০টি কেন্দ্রে এ বুস্টার টিকা কার্যক্রম চলবে। টিকার সব ডোজ গ্রহণকারীর শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন প্রমুখ। গতকাল রাজধানীর পল্লবী টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাঝে মাঝে দু-একজন করে আসছেন বুস্টার ডোজ নিতে। তবে প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকার জন্যও আসছেন। তেমন ভিড় না থাকায় সুশৃঙ্খলভাবে চলছে টিকাদান। কাউকে এসে টিকার জন্য অপেক্ষা করতে হচ্ছে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর