রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

কুয়াকাটার পর্যটক কলাগাছ ধরে চেন্নাইয়ে!

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন সাগরে গোসল করতে নেমে নিখোঁজের এক সপ্তাহ পর পর্যটক ফিরোজ সিকদারের (২৭) খোঁজ মিলল ভারতের চেন্নাইয়ে।

নিখোঁজের সাত দিন পর গতকাল  চেন্নাই থেকে মোবাইল ফোনে ভাই মাসুম সিকদারকে ফোন করেন ফিরোজ। বিষয়টি নিশ্চিত করেছেন ফিরোজের মেজ ভাই মাসুদ সিকদার। তিন ভাইয়ের মধ্যে ফিরোজ সবার ছোট।

ফিরোজের বরাত দিয়ে ভাই মাসুম সিকদার জানান, ‘শনিবার দুপুরে ফিরোজ আমাকে ফোন করে জানায় সে ভারতের চেন্নাইয়ে আছে। সুস্থ আছে।’ নিখোঁজের বর্ণনা দিয়ে মাসুমকে ফিরোজ জানান, গোসল করতে নামার পর সাগরে ভাসতে থাকেন ফিরোজ। এক পর্যায়ে একটি কলাগাছ পেয়ে তাতে ভাসতে থাকেন। বেশ কয়েক ঘণ্টা পর ভারতের জেলেরা তাদের ট্রলারে তাকে তুলে নিয়ে আশ্রয় দেন। পরে তাকে জেলেরা চেন্নাইয়ে নিয়ে যান। বর্তমানে ফিরোজ চেন্নাইয়ে স্থানীয় প্রশাসনের কাছে রয়েছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক বলেন, নিখোঁজ ফিরোজের ভাই মাসুম জানান, ফিরোজকে পাওয়া গেছে। সে চেন্নাই থেকে ফোন করেছে। বিষয়টি তার কাছে শুনে খোঁজখবর নিচ্ছি।

গত ২৭ মে বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ হন ফিরোজ। ফিরোজ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা এলাকার মৃত মো. মিলন সিকদারের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর