বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে মারধরের মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকাল পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি ইয়াসিন জাহান নিশান ভূঁইয়ার জামিন মঞ্জুর করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। সোহাগ উল ইসলাম রনি, ইয়াসিন আরাফাত ভূঁইয়া, মো. শরিফ, মো. নাহিদ ও মো. রাসেলসহ পাঁচ আসামির সাত দিন করে রিমান্ডের    আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ। একই সঙ্গে অপর আসামি ইয়াসিন জাহান নিশান ভূঁইয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে মঙ্গলবার রাতে শ্যামপুর থানায় আহত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় সাড়ে ৪০০ জনকে আসামি করেন। পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টা ও সরকারি স্থাপনা ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, জুরাইনের ঘটনায় আগে গ্রেফতার হওয়া ছয়জনকে আদালতে পাঠানো হয়। পরে গতকাল আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুরাইন রেলগেট দিয়ে উল্টোপথে আসা একটি মোটরসাইকেলকে গতিরোধ করলে সার্জেন্ট আলী হোসেনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মোটরসাইকেল আরোহী সোহাগ উল ইসলাম রনি ও তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে লোকজন জড়ো হওয়ায় ওই এলাকার ট্রাফিক পরিদর্শক (টিআই) বিপ্লব ভৌমিক কয়েকজন কনস্টেবল নিয়ে এসে তাদের মীমাংসার জন্য সড়কে থাকা ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। এ সময় মোবাইলে ইয়াসিন জাহান বিষয়টি তার ভাই ইয়াসির আরাফাতকে জানান। তিনি লোকজন নিয়ে এসে পুলিশ বক্সে প্রবেশ করেন। এ সময় ওই এলাকার হকার ও ব্যাটারিচালিত রিকশাচালকরাও পুলিশ বক্সে হামলা চালান। ট্রাফিক বক্সের গ্লাস দিয়ে সার্জেন্ট আলী হোসেনকে আঘাত করলে তার শরীরের বিভিন্ন জায়গা কেটে যায়। এ সময় শ্যামপুর থানার এসআই উৎপল চন্দ্র ও এসআই সাকিব সেখানে গেলে তাদের ওপরও হামলা হয়। পুলিশ জানিয়েছে, আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২২টি সেলাই দিতে হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম, শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র ও এসআই সাকিব।

 

সর্বশেষ খবর