বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা
ডিজিটাল নিরাপত্তা আইন

গ্রেফতারে তোলপাড় সাংবাদিক ফজলে এলাহীর জামিন

রাঙামাটি প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় সাংবাদিক ফজলে এলাহী জামিনে মুক্তি পেয়েছেন। রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে তাঁকে গতকাল দুপুর সাড়ে ১২টায় আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করেন আদালত। পরে আগামী সাত দিনের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পর আদালত তাঁর প্রাথমিক জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঁঠালতলী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পুলিশ সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে। রাতভর থানায় রাখার পর গতকাল তাঁকে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সাংবাদিক ফজলে এলাহী কালের কণ্ঠের প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন ‘পাহাড় টোয়েন্টিফোর ডট কম’-এর সম্পাদক। তিনি ২০২০ সালের ৩ ডিসেম্বর নিজ অনলাইন পোর্টালে ‘রাঙামাটি জেলা প্রশাসনের পাইরেটস বিড়ম্বনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরপর ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১২ ডিসেম্বর রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর বড় মেয়ে নাজনীন আনোয়ার অভিযোগ দায়ের করেন। এক দিন পর ১৩ ডিসেম্বর ফিরোজা বেগম চিনু পৃথক আরেকটি অভিযোগে একই দাবি করে এলাহীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন। অন্যদিকে সাংবাদিক ফজলে এলাহীর গ্রেফতারের পর ক্ষোভ দেখা দেয় সারা দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে। ঝড় ওঠে ফেসবুক পোস্টেও। এলাহীকে আদালতে হাজির করার পর রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর