শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎ-জ্বালানিতে বরাদ্দ ২৬ হাজার ৬৬ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ২৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় এবার এ খাতে বরাদ্দ ১ হাজার ৪১৮ কোটি টাকা কম। ২০২১-২২ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা। গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে বিদ্যুতে ২৪ হাজার ১৯৬ কোটি টাকা এবং জ্বালানিতে ১ হাজার ৮৭০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে। এ বছর বিদ্যুৎ-জ্বালানিতে উন্নয়ন বরাদ্দ মোট বাজেটের ৩ দশমিক ৯ শতাংশ।

বাজেট প্রস্তাবে বলা হয়, বর্তমান বিশ্বে জ্বালানি তেল এবং এলএনজির মূল্য বাড়ছে। এ কারণে দেশেও জ্বালানির মূল্য সমন্বয় করা হবে। কিন্তু ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে যতটা জ্বালানির দাম বাড়বে তার পুরোটা দেশে বাড়ানো হবে না। অর্থমন্ত্রী বলেন, ১৩ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নিরলস প্রচেষ্টার ফলে দেশে সম্প্রতি মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ) ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিগত ১৩ বছরে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২২০ কিলোওয়াট-আওয়ার থেকে ৫৬০ কিলোওয়াট আওয়ারে উন্নীত করতে পেরেছি। এ সময়ে ৫ হাজার ২১৩ সার্কিট কি.মি. সঞ্চালন এবং ৩ লাখ ৩৬ হাজার কি.মি. বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ বিতরণে সিস্টেস লস ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে দেশে ১৩ হাজার ৫৩০ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। জমির প্রাপ্যতা, জ্বালানি পরিবহন সুবিধা ও লোড সেন্টার বিবেচনায় পায়রা, মহেশখালী ও মাতারবাড়ী এলাকাকে পাওয়ার হাব চিহ্নিত করে বৃহৎ প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে কয়লাভিত্তিক পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন।

সর্বশেষ খবর