শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

সংবাদপত্র প্রকাশের খরচ বাড়ল

নিজস্ব প্রতিবেদক

মুদ্রণ উপকরণে বাড়তি করারোপের কারণে সংবাদপত্র প্রকাশনার খরচ বাড়বে। গতকাল অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে সংবাদপত্র ছাপার কাজে ব্যবহৃত প্রিন্টিং প্লেট আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। বাজেট প্রস্তাবনায় বলা হয়- ‘ফটোগ্রাফিক প্লেট, ফিল্ম, পেপার ইত্যাদি আমদানিতে আমদানি শুল্ক ১০ শতাংশ এবং প্রিন্টিং প্লেটসের আমদানি শুল্ক ১ শতাংশ। উভয় পণ্যই প্রায় সমজাতীয় এবং একই কাজে ব্যবহৃত হয়। শুল্ক হারের পার্থক্য থাকায় রাজস্বহানির সুযোগ তৈরি হয়। তাই প্রিন্টিং প্লেটসের আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ এবং করভার সমরূপ নির্ধারণের প্রস্তাব করছি।’

সর্বশেষ খবর