শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

ধ্যানে আবারও ভ্যাট

নিজস্ব প্রতিবেদক

ধ্যান বা মেডিটেশনের ওপর আবারও মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করা হয়েছে। গতকাল জাতীয় সংসদে ঘোষিত চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবে ‘মেডিটেশন সেবা’র ওপর বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। তার মানে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ধ্যান করতে আবারও ভ্যাট গুনতে হবে।    

যদিও আগের বছরগুলোর বিভিন্ন বাজেটে ‘মেডিটেশন সেবা’কে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় উপকারী উল্লেখ করে মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল। গত দুই বছরে করোনা মহামারিতে মেডিটেশন চর্চার মাধ্যমে অসংখ্য মানুষ মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রেখে স্বাভাবিক কার্যক্রমে নিয়োজিত ছিল। যা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ওঠে আসে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত অর্থবছরের বাজেট বক্তৃতায় ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মেডিটেশন সেবার ওপর ভ্যাট অব্যাহতি আরও এক বছরের জন্য বদ্ধি’র প্রস্তাব করেন। করোনা মহামারিকালে ২০২০-২১ অর্থবছরেও মেডিটেশনের সেবাকে ভ্যাটমুক্ত রাখা হয়। এর আগে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক বাজেট বক্তৃতায় মেডিটেশন সেবাকে ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব করে বলেন, মেডিটেশন সেবা গ্রহণ করে হতাশাগ্রস্ত অনেক মানসিক ও শারীরিক ব্যাধিগ্রস্ত মানুষ মুক্তির প্রয়াস পায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর