শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

সাড়ে চার ঘণ্টা পর ছাড়া পেলেন সেই মিজানুর

নিজস্ব প্রতিবেদক

নাগরিক অধিকারকর্মী মিজানুর রহমানকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল দুপুর পৌনে ১২টায় রাজধানীর জুরাইন থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। প্রথমে তাকে শ্যামপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকাল সাড়ে ৪টায় তাকে ছেড়ে দেওয়া হয়। ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, জুরাইনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তদন্তের প্রয়োজনে তাকে আনা দরকার ছিল। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমে দেওয়া আমার বক্তব্য উসকানিমূলক বলে মনে করছেন ডিবির কর্মকর্তারা। আমার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। আমি তাদের বলেছি, ঘটনার দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমি যা জেনেছিলাম, সেটাই বলেছি। গত মঙ্গলবার জুরাইনে ট্রাফিক পুলিশের সার্জেন্টসহ পুলিশের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন তিনি। উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী এক দম্পতিকে সিগন্যালে আটকানোয় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় মোটরসাইকেলের চালক সোহাগ-উল ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়া, শ্যালক ইয়াসির আরাফাত ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলার বিষয়ে বুধবার ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছিলেন মিজানুর। একটিতে তিনি লেখেন, দুটি ঘটনা ঘটবে বলা যায়। এক. মামলা বাণিজ্য। দুই. মামলার ভয় দেখিয়ে ঘুষবাণিজ্য। এমন একটি রাষ্ট্রে বাস করছি যেখানে এ ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত চাইব, সে অবস্থাও নেই।

সর্বশেষ খবর