শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা
পুলিশের ওপর হামলা

রিমান্ড কেন বেআইনি নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আইনজীবীসহ পাঁচজনকে রিমান্ডে পাঠানোর আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। একই সঙ্গে মামলার নথি তলব করেছেন আদালত। স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে নথি পাঠাতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিমান্ডের আদেশ দেওয়া ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্টেটের বিচারিক ক্ষমতা কেড়ে নিতে বুধবার হাই কোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ ফজলে এলাহী। তবে রিট ছাড়াও বিষয়টি নিয়ে শুনানির জন্য আদালতে আসেন কয়েক শ আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও এস কে মোর্শেদ।

এ সময় রিটের সমর্থনে আওয়ামী লীগ, বিএনপি সমর্থক কয়েক শ আইনজীবী আদালতের ভিতরে অবস্থান করেন। দুই পক্ষ থেকে শুনে আদালত রুল জারির পাশাপাশি মামলার নথি তলব করে আদেশ দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জুরাইনে রাস্তায় অনেক যানজট থাকা সত্ত্বেও উল্টোপথে মোটরসাইকেলে করে আসছিলেন রনি ও নিশান নামে দুজন। সার্জেন্ট মোহাম্মদ আলী তাদের গতি রোধ করে কাগজপত্র চাইলে তার ওপর চড়াও হন মোটরসাইকেল আরোহীসহ স্থানীয় মানুষজন। লোকজন এসে সার্জেন্ট মোহাম্মদ আলীর ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে তাকে রক্তাক্ত জখম করে। পাশাপাশি হামলাকারীরা ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলা করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ মামলায় দুই আইনজীবীসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে পাঠান বুধবার। আসামিরা হলেন শিক্ষানবিশ আইনজীবী সোহাকুল ইসলাম রনি ও তার শ্যালক আইনজীবী ইয়াসিন আরাফাত ডেইরী, স্থানীয় বাসিন্দা মো. শরীফ, মো. নাহিদ ও মো. রাসেল।

সর্বশেষ খবর