শনিবার, ১১ জুন, ২০২২ ০০:০০ টা

স্ত্রীকে হত্যার পর পুলিশে ধরা দিলেন অভিযুক্ত স্বামী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে শিলপাটা দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে মৃত্যু না হওয়ায় গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন স্বামী। গতকাল ভোর রাতে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সংঘটিত ঘটনায় নিহত আঁখি আক্তার (২০) ভোলা সদর উপজেলার রামদাসপুরের আকবর আলীর স্ত্রী। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাসায় ভাড়া থেকে স্বামী আকবর আলী কাঁচামালের ব্যবসা ও স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাত বছর আগে ভোলা সদর উপজেলার রামদাসপুর এলাকার আমির হোসেনের ছেলে আকবর আলীর সঙ্গে পারিবারিকভাবে একই এলাকার     মাহবুব আলমের মেয়ে আঁখি আক্তারের বিয়ে হয়। এরপর তারা ঢাকার মিরপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। স্বামী আকবর কাঁচামালের ব্যবসা করতেন। তাদের লামিয়া আক্তার নামে ছয় বছরের এক মেয়ে রয়েছে। সপ্তাহখানেক আগে মেয়েকে নানির কাছে রেখে স্বামী-স্ত্রী দুজনে গাজীপুরের কালিয়াকৈরে চলে আসেন। পরে তারা উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে থেকে স্বামী কাঁচামালের ব্যবসা ও স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় কাজ করে আসছিলেন। শুক্রবার ভোর রাতে শিলপাটা দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে মৃত্যু না হলে গামছা দিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন স্বামী আকবর। এদিকে মৃত্যুর আগে গৃহবধূর চিৎকারে তাদের বাসায় আশপাশের লোকজন জড়ো হলেও ঘরের দরজা খোলেনি স্বামী। সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায় স্থানীয়রা। এ সময় মর্মান্তিক এ হত্যাকান্ডের পরে নিজেও ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যার বর্ণনা দেন স্বামী আকবর আলী। তার দাবি, স্ত্রীর পরকীয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন তাদের সংসার ভালো চললেও মাসখানেক ধরে বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা এনে দেওয়ার দাবি জানান আকবর আলী। সে কখনো জমি কেনা, কখনো আবার বিদেশে যাওয়ার কথা বলে ওই টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় রাতে ঘুমের মধ্যে দুই হাতে পা দিয়ে চেপে ধরে তার মাথায় শিলপাটা দিয়ে কয়েকবার আঘাত করে। এতে মৃত্যু না হলে গলায় গামছা দিয়ে শ্বাসরোধে তার মৃত্যু নিশ্চিত করা হয়। খবর পেয়ে ভোর ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই রুবেল হোসেন কালিয়াকৈর থানায় মামলা করেছেন। পরে গ্রেফতার স্বামী আকবর আলীকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে হত্যাকান্ডের বর্ণনা দেয়। এ সময় স্থানীয়রাও ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আকবর আলীকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর