সোমবার, ১৩ জুন, ২০২২ ০০:০০ টা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টা হাসপাতালে নারী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে এক নারী শ্রমিকের পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা হয়েছে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার ভোরে এ ঘটনা ঘটে উপজেলার সফিপুর নিশ্চিন্তপুর এলাকার একটি টেক্সটাইল সুতার কারখানায়।

আহত নারী শ্রমিক উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় ভাড়া বাসায় থেকে শাহাবুদ্দিন টেক্সটাইল লিমিটেড কারখানায় কাজ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর দোকানপাড় এলাকার শাহাবুদ্দিন টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। আহত নারী গত শুক্রবার রাতে ওই কারখানায়              নাইট ডিউটি করেন। ডিউটি শেষে ভোরে বাতাসের কম্প্রেসার মেশিন দিয়ে অফিসের ফ্লোর পরিষ্কার করতে হয়। শনিবার ভোর পৌনে ৬টার দিকে ফ্লোর পরিষ্কারের কাজ নিয়ে তিন নারী ও এক পুরুষ সহকর্মীর সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ওই কম্প্রেসার মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ‘শুনেছি কয়েক শ্রমিকের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। এর জেরে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই নারী শ্রমিকের পায়ুপথে কে বাতাস ঢুকিয়েছে, তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর