মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

বীমার টাকা পেতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়ায় বীমার টাকা পেতে নিজের মেয়েকে হত্যার দায়ে বিচারিক আদালতে বাবাকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাই কোর্ট। এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাসনা বেগম।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, মেয়ের নামে বাবা বীমা করেছিলেন। একটা কিস্তি দিয়ে মেয়েকে মেরে একসঙ্গে সব টাকা তুলে নেওয়ার ফন্দি করেন। সেই চিন্তা থেকে আট বছরের মেয়েকে হত্যা করেন তিনি। মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৪ মে রাতে মঠবাড়িয়া উপজেলার ভেচকী গ্রামের মহারাজ তার আট বছরের মেয়ে জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে খালে ফেলে দেয়। পরে মহারাজ প্রচার করে জেসমিন পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে জেসমিনের মামা আবদুস সালাম স্থানীয় থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদনে জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহারাজের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিচার শেষে আদালত ২০১৬ সালের ৩০ অক্টোবর এ রায় ঘোষণা করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন।

সর্বশেষ খবর