বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা
ভেজালবিরোধী অভিযান কেন জরুরি

লাইসেন্সিং প্রতিষ্ঠানগুলো মনিটরিং করলে অনিয়ম কমে যেত

এস এম নাজের হোসাইন

নিজস্ব প্রতিবেদক

লাইসেন্সিং প্রতিষ্ঠানগুলো মনিটরিং করলে অনিয়ম কমে যেত

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেছেন, সরকারের যেসব প্রতিষ্ঠান পণ্যের গুণগত মানের লাইসেন্স দিয়ে থাকে তাদের ছয় মাস পরপর মানের ব্যাপারে তদারকি করার কথা। কিন্তু পণ্যের মান ঠিক রয়েছে কিনা তা লাইসেন্সিং প্রতিষ্ঠানগুলোকে মনিটরিং করতে দেখা যায় না। ফলে লাইসেন্স পেয়ে অনেকে একটা সময় জেনে বা না জেনে মানহীন পণ্য দিয়ে দিচ্ছে। এটি ভোক্তা বা সরকার জানতে পারছে না। এটি করলে জবাবদিহিতার মধ্যে চলে আসবে। লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলো মনিটরিং করলে ভেজালসংশ্লিষ্ট অনেক অনিয়ম কমে যেত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এস এম নাজের হোসাইন আরও বলেন, ভেজালবিরোধী অভিযান যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না।  প্রয়োজনের তুলনায় তদারকি খুবই কম। কারণ হচ্ছে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যখন বাজার তদারকি করতে যায়- ব্যবসায়ীরা তখন বলেন, ‘তাদের হয়রানি করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে।’ এভাবে অভিযানগুলো বন্ধ করতে চাপ প্রয়োগ করা হয়। সে জন্য খাদ্যে ভেজালসহ ভোক্তা স্বার্থসংশ্লিষ্ট নানা অনিয়ম রোধ করা যাচ্ছে না। এ ছাড়া একটি অনিয়মের কারণে যখন কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, মাসখানেক পর দেখা যায় একই প্রতিষ্ঠান বা দোকান একই অপরাধ করছে। সরকারের পক্ষ থেকে মনিটরিং প্রতিষ্ঠানগুলোর জন্য যদি একটি ডাটাবেজের ব্যবস্থা থাকত, তবে এটি বের করা যেত যে, একই অপরাধ তিনি করছেন কিনা। একই অপরাধ করলে আইন অনুযায়ী জরিমানাও দ্বিগুণ হয়ে যাবে। এভাবে অনেক অনিয়ম রোধ করা যেত। তারা জরিমানা দিচ্ছে; কিন্তু জরিমানা কম হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রেই অনিয়ম রোধে পদক্ষেপ নিতে দেখা যায় না। তিনি আরও বলেন, ভেজালবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলেও জাতীয় পর্যায়ে এমনটি হতে দেখা যায়। এ ছাড়া ভোক্তা অধিদফতরের জন্য জেলা পর্যায়ে মাত্র একজন কর্মকর্তা রয়েছেন। এটি পর্যাপ্ত নয়। একজন কর্মকর্তার মাধ্যমে বিপুল পরিমাণ ভোক্তার স্বার্থ দেখা সম্ভব নয়। ক্যাব ভাইস প্রেসিডেন্ট বলেন, গণমাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্যের বিজ্ঞাপন দিচ্ছেন। কিন্তু ভোক্তাদের জন্য কোন পণ্য ভালো, কোনটি ক্ষতিকর, পণ্যের মজুদ না করাসহ নানা বিষয়ে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেখা যায় না। এ সব ব্যাপারেও নজর দেওয়ার তাগিদ দেন নাজের হোসাইন।

সর্বশেষ খবর