বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

ত্রিপুরায় বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

তিন দিন পর লাশ ফেরত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতের ত্রিপুরায় বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার তিন দিন পর ডালিম মিয়া (৩০) নামে ওই বাংলাদেশি যুবকের লাশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। নিহত যুবক জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী মাদলা গ্রামের মোহন মিয়ার ছেলে।

সোমবার রাত ১১টার দিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে ত্রিপুরার সিপাহিজলা জেলার টাকারজলা থানার ওসি দেবানন্দ রিয়াং আখাউড়া থানার ওসি মিজানুর রহমানকে লাশ হস্তান্তর করেন। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে একই গ্রামের জহিরুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত অবস্থায় আগরতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, নিহত ডালিম মিয়াসহ মাদলা গ্রামের জহিরুল (৩০), সাইফুল ইসলাম (৩০) এবং কসবার কোল্লাপাথর গ্রামের হৃদয় মিয়া (২৬)সহ কয়েকজন বাংলাদেশি শুক্রবার রাতে কসবা সীমান্তপথে ভারতে যান।

ডালিমের বাবা মোহন মিয়া জানান, মাদলা গ্রামের হাবিবুর রহমান শিমুল (৩৫) কয়েকদিন আগে থেকে ভারতে অবস্থান করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলের ভাই জহিরুলসহ অন্যরা ডালিমকে ভারতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। শিমুলের স্ত্রীর সঙ্গে ডালিমের পরকীয়া চলছিল। পারিবারিকভাবে বিষয়টি সম্প্রতি মীমাংসা হলেও পরকীয়ার জের ধরেই শিমুল ও তার লোকজন ডালিমকে হত্যা করেন।

সর্বশেষ খবর