বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

মাকে গোয়ালঘরে রাখায় আটক দুই ছেলের মুক্তি মায়ের আবেদনেই

মানিকগঞ্জ প্রতিনিধি

অযত্ন-অবহেলা ও গোয়ালঘরে গরুর সঙ্গে মাকে রাখার অপরাধে দুই ছেলে ও পুত্রবধূদের আটক করে আদালতে পাঠায় সিংগাইর থানা পুলিশ। অথচ সেই ভুক্তভোগী মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতেই সন্তান ও তাদের স্ত্রীদের জামিন মঞ্জুর করেন আদালত। অযত্ন-অবহেলা ও গোয়ালঘরে রাখার কারণে ১২ জুন রাতে দুই ছেলে ও পুত্রবধূদের নামে সিংগাইর থানায় মামলা করেন মা আয়েশা বেগম। রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এমন হৃদয়বিদারক ঘটনাটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামের। 

স্বজনরা জানান, প্রায় ছয় মাস যাবৎ মাকে গোয়ালঘরে রেখেছিল সন্তানরা। পরে পুলিশ মাকে উদ্ধার ও আটক করা হয় ছেলেদেরও। সোমবার বিকালে ৮৫ বছর বয়সী মা আয়েশা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই ছেলে ও তাদের স্ত্রীদের জামিন মঞ্জুর করেন আদালত। চারিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, আয়েশা বেগমকে দেখার মতো কেউ নেই। তাই এলাকার মুরব্বিদের সঙ্গে আলোচনার মাধ্যমে ছেলে কালাম মিয়া, মোস্তফা কামাল ও পুত্রবধূ মর্জিনা আক্তারের জামিন করানো হয়েছে। জামিন শুনানির সময় আদালতে মা আয়েশা বেগম উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করবেন না বলেও অঙ্গীকার করেছেন ছেলে ও তাদের স্ত্রীরা। মোস্তফা কামালের মেয়ে প্রিয়া আক্তার বলেন, দাদি আদালতে গিয়ে সবাইকে ছাড়িয়ে আনেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, চারিগ্রামের ওই মাকে তার ছেলে ও পুত্রবধূরা প্রায় ছয় মাস ধরে গোয়ালঘরে গরুর সঙ্গে রেখেছিলেন। ঠিকমতো খাবার দিতেন না, খারাপ আচরণ করতেন। রবিবার বিকালে ওই বৃদ্ধাকে গোয়ালঘর থেকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে দুই ছেলে ও স্ত্রীদের আটক করে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ খবর