বুধবার, ১৫ জুন, ২০২২ ০০:০০ টা

কিছুটা বাড়ল টাকার মান

নিজস্ব প্রতিবেদক

কয়েক মাস ধরে ডলারের বিপরীতে টাকার মান কমলেও এবার বাড়ানো হয়েছে। ডলারের বিপরীতে টাকার দাম বেড়েছে ১৩ পয়সা। গতকাল আন্তব্যাংকে প্রতি এক ডলার ৯২ টাকা ৩৭ পয়সায় বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গত ৭ জুন ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে ৯২ টাকা করেছিল বাংলাদেশ ব্যাংক। এক মাসে ডলারের বিপরীতে টাকার মান ৫ টাকা ৪১ পয়সা কমেছে। গত ২ জুন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল। যা তার আগে ছিল ৮৯ টাকা। পরে ডলারের বেঁধে দেওয়া দাম থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। দাম নির্ধারণ ব্যাংকগুলোর হাতেই ছেড়ে  দেয় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনার পরে আমদানি ব্যয় বেড়েছে। রপ্তানির তুলনায় আমদানি বাড়ায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে। বাড়তি চাহিদা সামলাতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তাছাড়া বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর