বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

ফের করোনা শনাক্ত ২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

দেশে তিন মাস পর ফের এক দিনে ২০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ২৩২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সবশেষ ২ শতাধিক রোগী শনাক্তের খবর এসেছিল ১৭ মার্চ। ওই দিন ২৩৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে।

২ জুন থেকে দেশে করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে বাড়ছে। বাড়ছে শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩.৮৮ শতাংশ, যা আগের দিন ছিল ৩.৫৬ শতাংশ। মাসের শুরুতে শনাক্তের হার ছিল ১ শতাংশের নিচে। তবে গত এক দিনে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। ব্যাপক সংক্রমণ ঘটিয়ে ফেব্রুয়ারির শেষদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমনের দাপট কমে আসে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমতে কমতে ২৬ মার্চ এক শর নিচে নেমে আসে। গত ৫ মে এই সংখ্যা নামে চারজনে। তবে ১১ সপ্তাহ পর গত ১২ জুন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার এক শ ছাড়িয়ে যায়। সেদিন সারা দেশে ১০৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়ার খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। গত মঙ্গলবার শনাক্ত রোগী বেড়ে হয় ১৬২ জন। গতকাল তা দুই শ ছাড়াল। অধিদফতরের তথ্যানুযায়ী, শনাক্ত রোগীদের মধ্যে ২১৬ জনই ঢাকা জেলার বাসিন্দা, যা মোট রোগীর ৯৩ শতাংশ। মোট নমুনা পরীক্ষার ৮২ ভাগ হয়েছে এই জেলায়। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন। গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৮ জন, যা নতুন করে শনাক্ত রোগীর অর্ধেকের কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর