শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা
দেশজুড়ে সামাজিক অপরাধ

গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এক চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক চেয়ারম্যান। বুধবার বিকালে গৃহবধূ শহর বানু (৪৫) এমন অভিযোগ করেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেলিনা সরকার হিমুর বিরুদ্ধে। এ ঘটনায় ওইদিন বিকালে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন    ভুক্তভোগীর স্বামী হাচান আলী। নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘১২ জুন রাত ১০টায় স্থানীয় ফারুক, রুবলেসহ কয়েকজন আমাকে বাসা থেকে ডাকে নিয়ে যায়। তারা আমাকে বলে চেয়ারম্যান আমাকে ডাকছে। আমার নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। পরে তারা আমাকে একজনের বাসায় নিয়ে যায় এবং সেখানে হিমু চেয়ারম্যানসহ তার কয়েকজন ছেলে আমাকে মারধর করে। পরে চেয়ারম্যান আমার মাথার চুল কেটে দেন। এ ছাড়া চেয়ারম্যান আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। এরপর তিন দিন তারা আমাকে ও আমার স্বামীকে বাসায় আটকে রাখে।’ হাচান আলী বলেন, ‘কোনো অপরাধ ছাড়াই আমার স্ত্রীকে চেয়ারম্যানসহ তার ছেলেরা মারধর করে মাথার চুল কেটে দিয়েছে। আমি বাসায় ছিলাম না, এ সুযোগে তারা আমার স্ত্রীকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে যায়। কী কারণে তারা আমার স্ত্রীকে মারধর করল তা জানি না। পরে বাসায় এলে তারা আমাদের বাসা থেকে বের হতে দেয় না। বিভিন্ন ধরনের ভয় দেখায়।’ ইউপি চেয়ারম্যান তেলিনা সরকার হিমু ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমি যখন যাই তখন ওই গৃহবধূর মাথার চুল কাটা হয়নি। এটা সম্পূর্ণ বানোয়াট এবং আমার নামে ষড়যন্ত্র ছাড়া কিছু না।’

সর্বশেষ খবর