শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা
দেশ-বিদেশে লাফিয়ে বাড়ছে করোনা

বাড়ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে

প্রতিদিন ডেস্ক

বাড়ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে

যুক্তরাষ্ট্রে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন কভিড-১৯ মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘সম্মুখসারির যোদ্ধা’ হিসেবে পরিচিত শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি। বুধবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। মারা গেছেন ৩০৫ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ১৮০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন। সূত্র : ওয়ার্ল্ডোমিটারস।

আক্রান্ত ডা. অ্যান্থনি ফাউচির শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে বলে জানানো হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ) জানিয়েছে, তার পরও তিনি বাসায় থেকেই কাজ করছেন। এনআইএইচ জানায়, পরীক্ষায় ফাউচির কভিড পজিটিভ এসেছে। ফাউচি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা। সম্প্রতি ফাউচি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক বিবৃতিতে এনআইএইচ বলেছে, ৮১ বছর বয়সী ফাউচি পূর্ণ টিকা নেওয়ার পাশাপাশি দুবার বুস্টার ডোজ নিয়েছেন। তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন। খবরে বলা হয়- চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা আবারও বেড়ে চলেছে। একই সঙ্গে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। বুধবার সারা বিশ্বে এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৮২ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩ হাজার মানুষ। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনির প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৮৭৭ জন।

সর্বশেষ খবর