শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা
আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ

সিলেটে বিএনপির ২৬১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে কানাইঘাট পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক আফজল হোসেন বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়। মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. তাজুল ইসলাম।

আসামির মধ্যে রয়েছেন- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপি সভাপতি মামুন রশিদ, সাধারণ সম্পাদক শরিফুল হক ও সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান এবং পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এর আগে সোমবার তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘অরাজকতা সৃষ্টি’র অভিযোগ এনে মামলা করেন ছাত্রলীগ নেতা আফজল হোসেন।

সর্বশেষ খবর