শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

হিংস্রতা বন্ধ না হলে ভারতীয় পণ্য বয়কট

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘ভারতে নবীপ্রেমীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে আমরা সব ধর্মাবলম্বীকে নিয়ে সহাবস্থান করছি।’ তিনি ভারতের অন্যায়ের কারণে যেন বাংলাদেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়, এজন্য সবার প্রতি আহ্বান জানান।

গতকাল বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে রসুল (সা.) ও আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ভারতীয় হাইকমিশনারকে তলব এবং নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের উদ্যোগে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান-পূর্ব জমায়েতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা ১৫ মিনিটে হাইকমিশনের উদ্দেশে গণমিছিল দলের আমিরের নেতৃত্বে শুরু হয়। বায়তুল মোকাররম, পল্টন, বিজয়নগর, কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে পৌঁছলে পুলিশ গণমিছিলের গতিরোধ করতে কাঁটাতারের ব্যারিকেড দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে দলের আমিরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমিরের সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে গণমিছিল সমাপ্ত করে সেখান থেকে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পৌঁছে দেয়। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন দলের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। গণমিছিল-পূর্ব জমায়েতে আরও বক্তব্য দেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, নূরুল হুদা ফয়েজী, হাফেজ ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা নেছার উদ্দিন, আবদুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। পীর চরমোনাই আরও বলেন, সভ্যতার এ উৎকর্ষের যুগে বিজেপি যা করেছে তা রীতিমতো প্রস্তরযুগীয় বর্বরতা। এটি অব্যাহত থাকলে বিশ্বের শুভবুদ্ধির মানুষ সম্মিলিতভাবে প্রতিহত করবে। বয়কট করা হবে ভারতীয় পণ্য।

সর্বশেষ খবর