শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

স্বল্পোন্নত দেশগুলোর জন্য নিষ্ফল জেনেভা সম্মেলন

মানিক মুনতাসির (জেনেভা, সুইজারল্যান্ড থেকে)

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের এবারের দ্বাদশ সম্মেলন স্বল্পোন্নত দেশগুলোর জন্য এক প্রকার ফলশূন্যভাবে শেষ হয়েছে। গতকাল জেনেভা সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে গভীর রাতে ছোটখাটো কোনো ঘোষণা আসতে পারে বলে আভাস দিয়েছে ডব্লিউটিও। অবশ্য ১৫ ও ১৬ জুন সম্মেলনের আপডেট জানাতে নির্ধারিত সংবাদ সম্মেলন বারবার পুনঃ সময়, নির্ধারণ করে আবার বাতিল করা হয়েছে। এর আগে ১২ জুন থেকে শুরু হওয়া সম্মেলনের আলোচনার অগ্রগতি সম্পর্কে  প্রতিদিন সকালে নিয়মিত আপডেট দেওয়া হতো। গতকাল তাও দেয়নি সংস্থাটি। ফলে হতাশা এবং ক্ষোভ নিয়ে ফিরে গেছে অংশগ্রহণকারী বহু দেশ। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো তাদের দাবি পূরণ না হওয়ায় চরম হতাশা নিয়ে জেনেভা ছেড়েছে গতকাল।

উন্নত, স্বপ্লোন্নত দেশগুলোর স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে ফলশূন্য বিতর্ক হয়েছে বর্ধিত সময়েও। স্বল্পোন্নত দেশেগুলোর ন্যায্য দাবি পূরণ না হওয়ায় এবং অন্য গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা ও নেতারা একমত হতে না পারায় বড় কোনো সিদ্ধান্ত আসেনি। এবারের সম্মেলনের অন্যতম প্রধান দাবিগুলোর মধ্যে ছিল গভীর সমুদ্রে অবাধে মৎস্য শিকারে ভর্তুকি বন্ধ করা। কৃষিতে ভর্তুকি কমানো, এলডিসি থেকে উত্তরণের পর সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য সুবিধা বহাল রাখা। এসব দাবির কোনোটাই পুরোপুরি পূরণ হয়নি। তবে করোনা- পরবর্তী ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর আর্থিক ও বাণিজ্য সুবিধা বহাল রাখা। এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক দেশ থেকে অন্য দেশে খাদ্য চলাচলে বাধা না দেওয়া- এসব ইস্যুতে উন্নত দেশগুলোর সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর আলোচনার বিষয়ে কিছুটা একমত হয়েছে উন্নত দেশগুলো।

সর্বশেষ খবর