শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

বিলাস পণ্য আপাতত বন্ধ করতে হবে

মাতলুব আহমাদ

বিলাস পণ্য আপাতত বন্ধ করতে হবে

বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, করোনার সময় কঠিন পরিস্থিতির মুখে আমরা পড়েছিলাম। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে যে ধাক্কা লেগেছে তা করোনার ধাক্কার চেয়েও বেশি। পৃথিবীজুড়ে অর্থনীতিতে বড় ধরনের আঘাত এসেছে। বাংলাদেশ কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। এখন এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হলে সরকারের খুব সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে মাতলুব আহমাদ বলেন, আমাদের এখন উচিত হবে প্রয়োজনীয় নয় এমন সব ধরনের পণ্য আমদানিতে নিয়ন্ত্রণ নিয়ে আসা। আপাতত বিলাস পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত অন্তত ছয় মাস। বিদেশি ফল আমাদের খেতে হবে এমন কোনো কথা নেই। যদি ডলার সাশ্রয় আমরা করতে পারি পরিস্থিতি মোকাবিলা করাও সহজ হবে। তিনি বলেন, সরকারের অনেক অবকাঠামো প্রকল্প আছে। তার মধ্যে আপাতত জরুরি নয় সেগুলো বন্ধ রাখা যায়। প্রকল্প বরাদ্দের ক্ষেত্রেও সেটি বিবেচনায় নিতে হবে। বাজারে চাহিদা যদি কমানো যায় চাপও কমবে। এলসি খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ভালো কিছু পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে। এক সময় শূন্য মার্জিনে এলসি খোলা যেত। এখন কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত নগদ মার্জিন রাখতে হচ্ছে। এটি ভালো পদক্ষেপ। ডলারের ওপর যে কোনো ধরনের চাপ কমাতে হবে। ডলারের ওপর চাপ কমাতে পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের জন্য সহজ হবে। অর্থনীতিতে স্বস্তি আনতে হলে এখন বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃচ্ছ্রতা অবলম্বন অপরিহার্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর