রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ জেসিসি বৈঠক আজ

চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রীর সফর

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শমূলক বৈঠক বসছে আজ রাজধানী নয়াদিল্লিতে। এই বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল গতকাল দিল্লি এসেছেন। বৈঠকে যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় পর্যালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে কথা হতে পারে। প্রধানমন্ত্রীর সফরের সময়ে মুজিবনগর থেকে কলকাতা স্বাধীনতা সড়ক উদ্বোধন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। শনিবার দিল্লির তাজমহল হোটেলে ভারতের বণিক সভা কনফেডারেশান অব ইন্ডাস্ট্রিলিস্ট বা সিআইআই এর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে    বৈঠক প্রসঙ্গে জানায়, কভিড সহযোগিতা ছাড়া, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও লগ্নি, কানেকটিভিটি, এনার্জি পানি সম্পদ উন্নয়ন অংশীদারী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় হবে। গুরুত্ব পাবে রুশ-ইউক্রেনের যুদ্ধের পরে সহযোগিতা। সূত্র জানায়, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার দরুন দুই দেশের মধ্যে নতুন আর্থিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করা নিয়ে আলোচনা হবে। যাতে অদূর ভবিষ্যতে এই চুক্তি স্বাক্ষরিত করা যায়। বাংলাদেশ দল দ্রুত তিস্তা পানি চুক্তি সম্পন্ন করা এবং কুশিয়ারি ও ফেনী নদীর পানি বণ্টন নিয়ে দ্রুত সমাধান চাইবেন।  সেই সঙ্গে পাটের পর অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং কয়েকটি নতুন সীমান্ত হাট খোলা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। ভারত-বাংলাদেশ-ভুটান ও নেপালের মধ্যে উপ আঞ্চলিক সহযোগিতার বিদ্যুৎ সরবরাহ নিয়ে কথা হবে। যাতে বাংলাদেশ নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ পেতে পারে। ভারত সরকার ৫০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছেন প্রতিরক্ষা সংক্রান্ত সামগ্রী কেনার জন্য। এই বিষয়ে অগ্রগতি হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর