রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

সীমান্তে পণ্য বোঝাই ট্রাকে আগুন

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রাপোল সুসংহত চেকপোস্টের (আইসিপি) ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দুটি গাড়ির ব্যাপক ও একটির আংশিক ক্ষতি হয়েছে। ভয়াবহ আগুনের ঘটনায় সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে আইসিপির ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা লরি থেকে ধোঁয়া দেখতে পান কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা  যায়নি। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডারের ট্রাক থেকে প্রথমে আগুন লাগে। পরে আগুন পার্শ্ববর্তী আরও দুটি গাড়িতে ছড়িয়ে পড়ে। ফলে তিনটি গাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তৎপরতা খুবই প্রশংসনীয় ছিল। নইলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। 

সর্বশেষ খবর