রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

বংশালের এক নারীর অভিযোগ : তার বাড়ি কাউন্সিলরের দখলে

নিজস্ব প্রতিবেদক

পাপিয়া সুলতানা টুম্পা নামে রাজধানীর পুরান ঢাকার বংশালের বাসিন্দা অভিযোগ করেছেন, মালিটোলায় তার পৈতৃক বাড়ির ভাড়া চাওয়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ ও তার দলবলের হাতে তিনি আক্রান্ত হয়েছেন। শুধু তা-ই নয়, কাউন্সিলর ওই বাড়ির তৃতীয় তলাটি দখল করে নিয়েছেন। গতকাল দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে টুম্পা আরও অভিযোগ করেন, হামলায় তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া হামলায় তার বৃদ্ধা মায়ের মাথা ফেটে যায়। তাতে ২৬টি সেলাই দিতে হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা না পাওয়ায় এ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। টুম্পা জানান, তার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার দ্বিতীয় স্ত্রী পারভিন বেগমের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি বলেন, ‘বাবার রেখে যাওয়া বাড়িগুলো থেকে প্রতি মাসে ৩০ লাখ টাকা ভাড়া তোলা হয়। ওই টাকা থেকে বাবার ম্যানেজার গোলাপ মিয়া আমাদের পরিবারকে সংসার চালানো বাবদ যে টাকা দেন তা দিয়ে আমাদের সংসার চলে না। তাই আমাদের ওয়ারিশি অংশ বণ্টন করে দিতে চাচা ও সৎ ভাইবোনদের অনুরোধ করি। কিন্তু তারা না দিয়ে ৯০ ও ৯৫ নম্বর বাড়ি দখল করার জন্য ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদকে যুক্ত করেন। ৯০ নম্বর বাড়ির তৃতীয় তলায় কাউন্সিলরের অফিস করে দেন।’ টুম্পার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবু সাঈদ এই প্রতিবেদককে বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। আমি ওই বাড়ির ভাড়াটিয়া। নিয়মিত ভাড়া দিয়ে যাচ্ছি।’

সর্বশেষ খবর