সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

সাড়ে তিন মাসে সর্বোচ্চ করোনা

নিজস্ব প্রতিবেদক

সাড়ে তিন মাসে সর্বোচ্চ করোনা

দেশে আবার দ্রুত বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত এক দিনে ৫৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এক দিনের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২৯২ জন। সবশেষ গত ৪ মার্চ এর বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৬০৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৫৯৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৭.৩৮ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ৩০৪ জন। শনাক্তের হার ছিল ৫.৯৪ শতাংশ। শনাক্তের হার এক দিনের ব্যবধানেই বেড়েছে ১.৪৪ শতাংশ। তবে গত এক দিনে নতুন করে কেউ মারা যাননি। ফেব্রুয়ারি থেকে সংক্রমণ কমার  ধারাবাহিকতায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা  আবারও বাড়ছে। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ১৩১ জন।

সর্বশেষ খবর