সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

রাত ৮টায় দোকানপাট বন্ধ আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার থেকে রাত ৮টায় সারা দেশের শপিং মল, দোকানপাট, কাঁচাবাজার, বিপণিবিতান ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা সরকারের নির্দেশনার সঙ্গে একমত হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে। যদিও ব্যবসায়ীরা আসছে ঈদুল আজহা সামনে রেখে সরকারকে আগামী ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার জন্য অনুরোধ করেছেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, বাড়তি দুই ঘণ্টা দোকান খোলা রাখার বিষয়ে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার মন্ত্রণালয় অনুরোধ জানাবে। সম্প্রতি বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত আটটার পর সারা দেশে দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার খোলা না রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর