সোমবার, ২০ জুন, ২০২২ ০০:০০ টা

দুই মেয়ে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

একজন জীবিত দুজনের খোঁজ নেই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকায় দুই মেয়েকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। এ ঘটনায় নয় বছর বয়সী শিশু তাহমিদা আক্তারকে স্থানীয় জেলেরা উদ্ধার করলেও ৪০ বছর বয়সী মা আরিফা আক্তার ও তার সাত বছর বয়সী মেয়ে মুর্শিদা আক্তার এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ শুরু করেছে। নিখোঁজ আরিফা আক্তার কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মোহাম্মদ আলী মুন্সির মেয়ে ও একই গ্রামের মৃত আবদুল মালেকের স্ত্রী। আরিফার ভাই এমারত হোসেন জানান, ১০-১২ বছর আগে আবদুল মালেকের সঙ্গে তার বোন আরিফার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই মেয়ের জন্ম হয়। এর কিছুদিন পর রোগে আক্রান্ত হয়ে স্বামী আবদুল মালেক মারা যান। এরপর থেকেই আরিফা অনেকটা অসহায় হয়ে পড়েন এবং মানসিক ভারসাম্যহীনতার কিছুটা লক্ষণ তার মধ্যে লক্ষ্য করা যায়।  উদ্ধার হওয়া শিশু তাহমিদা জানায়, রবিবার সকালে মা জুতা, শিঙাড়া ও জামা-কাপড় কিনে দেওয়ার কথা বলে তাদের নিয়ে বাজারে আসার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে তাদের নিয়ে শীতলক্ষ্যা নদীর তীরে এসে দুজনকে দুই হাতে ধরে নদীতে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পর মায়ের হাত ফঁসকে নদীতে থাকা বাঁশের মাচা ধরে কান্নাকাটি করতে থাকে তাহমিদা। এ সময় মাছ ধরতে আসা জেলেরা তাকে উদ্ধার করেন। স্থানীয় রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া শিশুটির তথ্য অনুযায়ী দুই মেয়েকে নিয়ে তার মা নদীতে ঝাঁপ দিয়েছেন। এ সময় তার কান্নাকাটির শব্দ শুনে নদীর অপর পাড় থেকে জেলেরা নৌকা নিয়ে এসে তাকে উদ্ধার করেন। সে জানিয়েছে, তার মা ও বোন এ নদীতে ঝাঁপ দিয়েছে। কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাবেদ আলী খান বলেন, শিশু ও এলাকাবাসীর দেওয়া তথ্য মতে, শীতলক্ষ্যা নদীতে এখনো মা ও মেয়ে নিখোঁজ রয়েছেন। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে এলে উদ্ধার কাজ শুরু হবে।

সর্বশেষ খবর