বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

কোমরপানিতেই সন্তান প্রসব

সুনামগঞ্জ প্রতিনিধি

কোমরপানিতেই সন্তান প্রসব

সুনামগঞ্জের আশ্রয় কেন্দ্রে কোমর পানিতেই সন্তান প্রসব করেছেন এক নারী। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর শ্রীপুর ইউনিয়ন কমপ্লেক্সের বন্যা আশ্রয় কেন্দ্রে জন্ম নেয় ওই নবজাতক।

জানা গেছে, এই ভয়াবহ বন্যায় প্লাবিত গ্রামের পর গ্রাম। এ অবস্থায় আশ্রয় আর খাদ্যের জন্য হাহাকার বানভাসি মানুষের। তিন দিন আগে বাড়িঘর বন্যার পানিতে ডুবে যাওয়ায় শ্রীপুর গ্রামের এক দম্পতি আশ্রয়  নেয় উত্তর শ্রীপুর ইউনিয়ন কমপ্লেক্সের বন্যা আশ্রয় কেন্দ্রে। সেই আশ্রয় কেন্দ্রে কোমর সমান পানি। সেখানেই জন্ম নেয় নবজাতক।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হান কবির ও উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দারের তত্ত্বাবধানে উত্তর শ্রীপুর ইউনিয়ন কমপ্লেক্সের বন্যা আশ্রয় কেন্দ্রের ইউপি চেয়ারম্যানের কক্ষে কোমর সমান বানের পানিতেই আশ্রয় নেওয়া ওই দম্পতির কোলজুড়ে জন্ম নেয় এক নবজাতক। এ যেন ভয়ংকর বিপর্যয়ের গ্লানি মুছে নতুন সূর্য উদয়।

ইউএনও মোহাম্মদ রায়হান কবির বলেন, সম্প্রতি বয়ে চলা ভয়াবহ বন্যার বিপর্যয়ের মাঝেই জন্ম হলো নতুন এক শিশুর। বিপর্যয়ের মাঝে পৃথিবীতে আসলেও ছেলে শিশুটির ভবিষ্যৎ জীবন হোক সুন্দর, সাবলীল এবং সব ধরনের বিপর্যয়মুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর