বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

ঝরনায় নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনায় বেড়াতে গিয়ে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের নাপিত্তাছড়া থেকে নিখোঁজ তৌফিক আহমদের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত রবিবার ও সোমবার আরও দুজনের লাশ উদ্ধার করেছিল পুলিশ। তৌফিক চট্টগ্রাম শহরের হালিশহর বি ব্লক এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে বড় ভাই তানভীর মাসুদ ও  বন্ধু ইশতিয়াক রহমানের সঙ্গে নাপিত্তাছড়া ঝরনায় বেড়াতে আসেন তৌফিক আহমদ। ঝরনায় পাহাড়ি ঢলের তোড়ে পানিতে তলিয়ে গিয়ে ভাই ও বন্ধুর সঙ্গে নিখোঁজ হন এই পর্যটক। নিখোঁজের পর গত রবিবার সন্ধ্যায় ঝরনা এলাকার পাহাড়ি ঝিরি থেকে প্রথমে ইশতিয়াক রহমানের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। এরপর গত সোমবার বিকালে ঝরনা থেকে সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে মাছিমেরতালুক গ্রামের নাপিত্তাছড়া থেকে উদ্ধার করা হয় তৌফিকের বড় ভাই তানভীর মাসুদের লাশ। সর্বশেষ গতকাল সকালে উদ্ধার করা হয় তৌফিকের লাশ।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুদ্দিন বলেন, নাপিত্তাছড়া ঝরনায় নিখোঁজ তিন পর্যটকের মধ্যে দুজনের লাশ আগে উদ্ধার করা হয়েছে। গতকাল ঝরনা থেকে সাড়ে চার কিলোমিটার দূরে দুয়ারু গ্রামের নাপিত্তাছড়া থেকে তৌফিক নামের আরেক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সকালে দুয়ারু গ্রামের নাপিত্তাছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে নিখোঁজ পর্যটক তৌফিক আহমদের লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ছড়ার তীব্র স্রোত লাশটিকে এতদূর নিয়ে যায়। এর মধ্য দিয়ে নাপিত্তাছড়া ঝরনা দেখতে এসে নিখোঁজ হওয়া তিন পর্যটকের সবার লাশই উদ্ধার করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর