বুধবার, ২২ জুন, ২০২২ ০০:০০ টা

বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু

দ্রৌপদী মুর্মু বিজেপি নেতৃত্বাধীন এনডিএর রাষ্ট্রপতি পদের প্রার্থী হচ্ছেন। ভোটের অঙ্কে এনডিএ এগিয়ে থাকায় এই প্রথম ভারতের রাষ্ট্রপতি হবেন মহিলা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহা। উল্লেখ্য, শ্রীমতী মুর্মু ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। বিরোধী প্রার্থী যশবন্তও ঝাড়খণ্ড রাজ্যের রাজনৈতিক নেতা। গতকাল সন্ধ্যায় বিজেপি সদর দফতরে জোটের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। বৈঠকের পর রাতে দলের সভাপতি জে পি নাড্ডা দ্রৌপদী মুর্মুর নাম পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। নির্বাচন আগামী ১৮ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ উত্তীর্ণ হবে ২৫ জুলাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর