শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

মুগ্ধতা ছড়াচ্ছে রেইন লিলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মুগ্ধতা ছড়াচ্ছে রেইন লিলি

বর্ষায় প্রকৃতিতে ফোটে হরেক রকমের ফুল। প্রকৃতি নিজেকে সাজায় আপন মহিমায়। ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে থাকে আকাশে-বাতাসে। বর্ষায় ফোটা ফুলের মাঝে রেইন লিলি অন্যতম। বর্ষার প্রকৃতিতে এ ফুল হাজির হয় রং বাহারি রূপে। তাই তো বর্ষার আগমনের জানান দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলে মুগ্ধতা ছড়াচ্ছে বিদেশি ‘রেইন লিলি’। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে হলটিতে যেন ‘রেইন লিলি’র হলুদ সমারোহে ছেয়ে গেছে পুরো মাঠ।

হলের আবাসিক ছাত্রী মারজিয়া আকতার বলেন, বেশ কয়েক দিন ধরে মাঠে এসব ফুল অল্প অল্প দেখা যাচ্ছে। তবে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মাঠভরা ফুল। দেখেই মনটা ভালো হয়ে গেল। আগে হলের ড্রেনের পাশে অল্প কিছু ফুল ফুটতে দেখা যেত। এখন পুরো মাঠে তা ছড়িয়ে পড়েছে। তবে বর্ষাকাল ছাড়া তাদের দেখতে পাই না। আরেক ছাত্রী মেহেরুননেছা মেরিনা বলেন, গত সপ্তাহে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকেই মাঠে অল্প অল্প হলুদ ফুল ফুটতে দেখা গেছে। তবে গতকাল থেকে এর পরিমাণ অনেক। সকালে বৃষ্টিভেজা ঘাসে এই ফুলের সৌন্দর্য অন্যরকম। হলের আবাসিক শিক্ষিকা শামিমা আকতার বলেন, হলে এসব ফুলের গাছ লাগানো হয়নি। এমনিতেই হয়েছে।

তবে প্রতি বছরই আমরা হলের শোভাবর্ধনের জন্য নানারকম ফুলের চারা রোপণ করি। উদ্ভিদবিজ্ঞানীরা বলেছেন, আমাদের দেশে যত প্রকার লিলি ফুলের দেখা পাওয়া যায় তার অধিকাংশ বিদেশি প্রজাতির এবং এদের সুনির্দিষ্ট কোনো বাংলা নাম নেই। পিঁয়াজ ফুল, রসুন ফুল, ঘাসফুল নামে যে লিলি ফুলটি আমাদের দেশের মানুষের কাছে অধিক পরিচিত এটাই মূলত রেইন লিলি ফুল। অন্যান্য নামের মাঝে ফেয়ার লিলি, রেইন ফ্লাওয়ার, জেফায়ার লিলি, ম্যাজিক লিলি উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মাহাবুবুর রহমান বলেন, রেইন লিলি সাধারণ বর্ষাকালে ফুটে। বছরের অন্যান্য সময়ে অল্প পরিমাণ লক্ষ্য করা যায়। বাংলাদেশে কয়েক রঙের এই ফুলের দেখা মেলে।

সর্বশেষ খবর