শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

ফের লাগাম ছাড়াচ্ছে করোনা

আরও ১ মৃত্যু, শনাক্ত ১৩১৯, হার ১৪.৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ফের লাগাম ছাড়াচ্ছে করোনা

প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের সংখ্যা ও হার। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩১৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১৪.৩২ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ১ হাজার ১৩৫ জন। শনাক্তের হার ছিল ১৩.৩০ শতাংশ। অথচ, চলতি মাসের শুরুর দিকেও শনাক্তের হার ছিল ১ শতাংশের নিচে। রোগী শনাক্ত হতো ৪০ জনের কম। গত এক দিনে ১ হাজার ১৬৩ জনই শনাক্ত হয়েছে ঢাকা জেলায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে গত চার দিন টানা মৃত্যুর ঘটনা ঘটল। মাঝে ২০ দিন কভিডে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ১৪ শতাংশ ছাড়িয়েছে গত ২৪ ঘণ্টায়। করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপট কমে আসার পর শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল অনেক দিন। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দশের নিচে নেমেছিল। কিন্তু জুন মাসের শুরু থেকে আবারও সংক্রমণ বাড়ছে প্রতিদিন। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২৭ জন।

সর্বশেষ খবর