শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা
পদ্মা সেতু উদ্বোধন আজ

জনসাধারণের জন্য খুলবে কাল

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। কাল সকাল ৬টা থেকে শুরু হবে পদ্মা সেতুতে যান চলাচল। আজ ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শুক্রবার সকাল থেকে আগামীকাল পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল বন্ধ থাকছে। পদ্মা সেতুর যান চলাচল মনিটরিং করা হবে সিসি ক্যামেরার মাধ্যমে। কোনো যান সেতুতে ট্রাফিক আইন বা শৃঙ্খলা ভঙ্গ করলেই ক্যামেরায় ধরা পড়বে। নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। মাওয়া ও জাজিরা প্রান্তে টোলপ্লাজায় ছয়টি করে লেন। ক্যাশ ট্রানজেকশন হবে পাঁচটি বুথে। আর ১ নম্বর লেনটি হবে অটোমেটিক ট্রানজেকশনের। ইতোমধ্যে পদ্মা সেতুতে চলাচলকারী যানবাহনের টোলের হার চূড়ান্ত করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক প্রজ্ঞাপণে টোলের এ হার জানিয়ে বলেছে, সেতু খুলে দেওয়ার দিন থেকে এ টোল কার্যকর হবে। এক্ষেত্রে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে চাইলে টোল দিতে হবে ১০০ টাকা। কার ও জিপের জন্য ৭৫০ টাকা আর পিকআপের জন্য ১ হাজার ২০০ টাকা দিতে হবে। মাইক্রোবাসে লাগবে ১ হাজার ৩০০ টাকা। বাসের জন্য আসনের ভিত্তিতে তিন ধরনের টোল নির্ধারণ করা হয়েছে। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল দিতে হবে। পণ্যবাহী বাহনের ক্ষেত্রে ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা এবং ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) পার হতে ৬ হাজার টাকা টোল দিতে হবে। ৪ এক্সেলের বেশি হলে ট্রেইলারে ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলে বাড়তি ১ হাজার ৫০০ টাকা দিতে হবে টোল বাবদ। পদ্মা সেতু চালুর পরদিন ২৬ জুন থেকেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২৩ রুটে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসি জানিয়েছে, আপাতত ২৩ রুটে বাস চলবে। মাসখানেক পরে এর চাহিদার পরিপ্রেক্ষিতে এ বাসের সংখ্যা বাড়ানো হবে। এরমধ্যে এখন ঢাকা-খুলনা রুটে ১৬টি এবং ঢাকা-যশোর রুটে দুটি, বিআরটিসির মোট ১৮টি বাস চলাচল করে। এসব পুরনো রুটের সঙ্গে এখন নতুন রুট যুক্ত হচ্ছে। ২৬ জুন থেকে যেসব রুটে বাস চলবে সেগুলো এসি বাস হবে। পরে অবশ্য নন এসি বাস চালুর ভাবনা আছে বিআরটিসির।

সর্বশেষ খবর