রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

রাঙামাটিতে গুলি করে হত্যা জেএসএস কর্মীকে

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মারমা লিবারেশন পার্টির দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল ভোরে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়ায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম জানা যায়নি। তবে নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় কর্মী বলে জানা গেছে। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ সংগঠনটির নেতারা।

পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও মারমা     লিবারেশন পার্টির (এমএলপি) সশন্ত্র গ্রুপের সদস্যরা। ঘণ্টাব্যাপী চলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ। এক সময় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় জেএসএস কর্মীর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গহিন জঙ্গলে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় জলপাই রঙের পোশাক পরিহিত গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। এ ব্যাপারে রাঙামাটি রাজস্থলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম জানা যায়নি। তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর