রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

অকারণে অস্থির পিঁয়াজ বাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অকারণে অস্থির পিঁয়াজ বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে পিঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৮ থেকে ১২ টাকা। সাধারণ ব্যবসায়ীদের দাবি- কোরবানি সামনে রেখে পর্যাপ্ত পিঁয়াজ মজুদ রয়েছে। কারসাজি করে অস্থির করে তোলা হয়েছে পিঁয়াজের  বাজার। ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহমেদ বলেন, ‘বর্তমানে দেশে পিঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু দেশে বন্যা পরিস্থিতির কারণে পিঁয়াজের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই দাম বেড়েছে।’

খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের মতে, বর্তমানে দেশে পিঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ মজুদ দিয়ে কোরবানি পর্যন্ত পিঁয়াজের কোনো সংকট তৈরি হবে না। অথচ কিছু ব্যবসায়ী ‘বন্যার কারণে সরবরাহ বিঘ্ন হচ্ছে’ অজুহাতে কারসাজি শুরু করেছে। কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ফলে ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে বাজার। তাদের কারসাজির কারণে পাইকারি বাজারে কেজিপ্রতি পিঁয়াজের দাম বেড়েছে রকম ভেদে ১২ টাকা। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে কোরবানির আগে আকাশচুম্বী হবে পিঁয়াজের বাজার। জানা যায়, চাক্তাই-খাতুনগঞ্জে রকম ভেদে পিঁয়াজের দাম বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৫০ টাকা। এক সপ্তাহ আগে ছিল ২৮ থেকে ৪০ টাকা। এর আগে গত মে মাসে ভারত থেকে পিঁয়াজ আমদানির আইপি বন্ধের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে ওঠে পিঁয়াজের বাজার। তখন দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি পিঁয়াজের দাম বেড়ে যায় ১০ টাকা। প্রসঙ্গত, কৃষকদের স্বার্থ বিবেচনা করে গত ৬ মে থেকে পিঁয়াজ আমদানির অনুমোদন (আইপি) বন্ধ রাখে কৃষি মন্ত্রণালয়। সবশেষ ৫ মে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৯ ট্রাক পিঁয়াজ আমদানি হয়েছে। এরপর কোনো পিঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। বর্তমানে দেশীয় পিঁয়াজ দিয়েই অভ্যন্তরীণ চাহিদা মেটানো হচ্ছে।

সর্বশেষ খবর