রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা
পদ্মা সেতু উদ্বোধন

প্রথম টোল দিয়ে যাত্রী প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রথম টোল দিয়ে যাত্রী প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে প্রথম দিন টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ওপরে)। জনতার ভিড় ও বিমান বাহিনীর ফ্লাইপাস্ট ছবি : পিআইডি ও বাংলাদেশ প্রতিদিন

প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে টোল দেন তিনি। পদ্মা সেতুর টোলকর্মী তানিয়া আফরিন গণমাধ্যমকর্মীদের বলেন, ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রধানমন্ত্রী তাঁর নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা আর বাকি টাকা নিজের গাড়িবহরে থাকা ১৮টি গাড়ির জন্য দিয়েছেন। পদ্মা সেতুর কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পদ্মা সেতুর প্রথম যাত্রী, যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। পদ্মা সেতু গতকাল যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হলেও আজ রবিবার সকাল ৬টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে গত শুক্রবার পদ্মা বহুমুখী সেতুর টোল প্লাজার জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষামূলক যান চলাচল প্রক্রিয়া সাত দিন ধরে হয়। কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে টোল নেওয়া এবং স্লিপ দেওয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।

সর্বশেষ খবর