রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

শুকরিয়া আদায় করে জাতীয় মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক।

সহস্রাধিকবার কোরআন খতম : এ উপলক্ষে দক্ষিণবঙ্গের বিভিন্ন মাদরাসার মুহতামিম ও তালেবে এলেমরা সহস্রাধিকবার কোরআন খতম শেষে বিশেষ দোয়া মাহফিল করেন। গওহরডাঙ্গা মাদরাসার উদ্যোগে গতকাল গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, বরিশালের ৫ সহস্রাধিক  আলেম-উলামা, পীর-মাশায়েখ, ইমাম-খতিব, মাদরাসার মুহতামিম ও তালেবুল ইলমসহ ধর্মপ্রিয় মানুষেরা এ দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তারা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। অনুষ্ঠানে গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি উসামা আমিন বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু স্থাপন করে দেশের মানুষের বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।

সর্বশেষ খবর