সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

পর্যটন ও শিল্প খাতে বিনিয়োগ বাড়বে

-মীর নাসির হোসেন

পর্যটন ও শিল্প খাতে বিনিয়োগ বাড়বে

পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যটন ও শিল্প খাতে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। ফরিদপুর থেকে ওঠে আসা এই শিল্পোদ্যোক্তা বলেন, আগামীতে সমুদ্রসৈকত কুয়াকাটা ও সুন্দরবনকেন্দ্রিক পর্যটন খাতে বিনিয়োগ বাড়বে।

অন্যান্য শিল্প খাতে বিনিয়োগের জন্য রেল সংযোগের দরকার হবে। আবার বিনিয়োগ আকর্ষণের জন্য গ্যাসের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মীর গ্রুপের এই কর্ণধার মনে করেন, পদ্মা সেতু চালু হওয়ার মধ্য দিয়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি অর্থনৈতিক করিডোর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত এই জনপদে এত দিন অবকাঠামো সংকট ছিল। পাটশিল্প বন্ধ হয়ে গিয়েছিল। অন্য শিল্প গড়ে ওঠেনি। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক এই সভাপতি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ পেলে নতুন নতুন শিল্প গড়ে উঠবে, যা এত দিন কৃষিজ, জলজ ও ট্রেডিং বাণিজ্যে সীমাবদ্ধ ছিল। এখন চিংড়ি ও মৎস্য খাতে নতুন বিনিয়োগ আসবে। আর ভারী শিল্পের জন্য গ্যাসের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। পায়রা বন্দর থেকে এলএনজি গ্যাস আসার কথা রয়েছে। এ গ্যাস পেলে নতুন বিনিয়োগ আসবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌ ও স্থল মিলিয়ে পাঁচটি বন্দরকে সংযুক্ত করেছে পদ্মা সেতু। এ বন্দরগুলোকে কনটেইনার বন্দরে উন্নীত করতে হবে। মীর নাসির হোসেন বলেন, ‘পদ্মা সেতু আমাদের একটি স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে নিজেদের টাকায় নির্মিত একটি স্থাপনা। বিশ্বব্যাংক যখন মুখ ফিরিয়ে নিল, সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এ উদ্যোগ বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখেছে। এ কারণে এ সেতু আমাদের মর্যাদার প্রতীক। যদিও দক্ষিণাঞ্চল এত দিন ছিল অবহেলিত। এ অঞ্চলের কোনো কোনো জেলার অর্থনৈতিক অবস্থা ছিল অনেক খারাপ। মানুষের জীবনযাত্রার মান ছিল নিম্নগামী। সে ক্ষেত্রে পদ্মা সেতু জাদুর কাঠি হিসেবে কাজ করবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে এ সেতু। কলকারখানা স্থাপিত হবে, লাখো মানুষের কর্মসংস্থান ঘটবে। পদ্মা সেতু জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির হার বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।’

সর্বশেষ খবর