সোমবার, ২৭ জুন, ২০২২ ০০:০০ টা

ভোগ্যপণ্যের বাজার অস্থির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অস্থির দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জ। গত এক সপ্তাহের ব্যবধানে মসলা ও ভোগ্যপণ্যের দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ২৭০ টাকা। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ- মসলা এবং ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু চাহিদা বৃদ্ধি, বন্যা এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখীর অজুহাতে সিন্ডিকেট করে এসব পণ্যের দাম বাড়ানো হয়েছে। চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী এবং দেশের বন্যা পরিস্থিতির কারণে ভোগ্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহে পণ্যের রকমভেদে বেড়েছে কেজিপ্রতি ৫ টাকা থেকে ২০০ টাকা।’

জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মসলার বাজারে। দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ২৭০ টাকা। এক সপ্তাহ আগেও লবঙ্গ ১ হাজার ৯ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৬০ টাকা। ৩৭০ টাকার জিরা  বিক্রি হচ্ছে ৪০০ টাকা, ১ হাজার ১৮০ টাকার এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫০ টাকা, ৩৮ টাকার পিঁয়াজ ৫০ টাকা, ৫০ টাকার আদা ৬০ টাকা, ১০০ টাকার রসুন ১৪০ টাকা বিক্রি হচ্ছে চাক্তাই খাতুনগঞ্জে। ২ হাজার টাকা মণ ছোলা বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকা, ৪ হাজার ৯৫০ টাকার পাম অয়েল ৫ হাজার ৭০০ টাকা। এ ছাড়া কেজিপ্রতি ২ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে মসুর ডাল, মটর ডাল, মুগ ডাল, সাদা মটর অন্যতম। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ- কোরবানি সামনে রেখে মসলাজাতীয় পণ্য পর্যাপ্ত আমদানি করা হয়েছে। কিন্তু নানা অজুহাতে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে।

চাক্তাই খাতুনগঞ্জের আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান বাদশা বলেন, ‘সামনে কোরবানির ঈদ। তাই মসলার চাহিদা বেড়েছে। এ কারণে মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে। এ ছাড়া বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় কিছু পণ্যের দাম বেড়েছে।’

সর্বশেষ খবর