বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

নিজের গায়ে আগুন দেওয়া সেই নারী চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ওয়ারীর হেয়ার স্ট্রিট রোডে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে হেক্সিসল ঢেলে আগুন দেওয়া সেই নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি হলেন মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. অদিতি সরকার (৩৮)।  গতকাল সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।  বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, মিটফোর্ড হাসপাতালের এক নারী চিকিৎসক আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউয়ের ১৮ নম্বর বেডে মারা যান তিনি। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ওই চিকিৎসকের স্বামী মানেশ মণ্ডল বলেন, আমার স্ত্রী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। আমি একজন ইঞ্জিনিয়ার। ২৪ জুন দুপুরে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সে শরীরে হেক্সিসল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়।

সর্বশেষ খবর