রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

রতন সিদ্দিকীর বাড়িতে হামলায় ১৫০ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন রতন সিদ্দিকী।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, শুক্রবার জুমার নামাজের সময় উত্তরা ৫ নম্বর সেক্টরের ৬/এ নম্বর সড়কে রতন সিদ্দিকীর বাড়ির গেটের সামনে এক ব্যক্তি মোটরসাইকেল রাখেন। এ সময় বাড়িটি থেকে গাড়ি বের হওয়ার সময় হর্ন বাজানো হয়। এই হর্ন বাজানো নিয়ে কিছু মানুষ রতন সিদ্দিকীর বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তিনি অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি একশ থেকে দেড়শ জন। মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর রতন সিদ্দিকীকে হত্যার উদ্দেশে এক-দেড়শ মানুষ জড়ো হয়। তারা বাড়ির নারীদেরও অশালীন ভাষায় গালিগালাজ করে। তাদের হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনা সম্পর্কে রতন সিদ্দিকী বলেন, ‘জুমার নামাজের পর শতাধিক মানুষ হামলা চালায়। তারা প্রথমে বলে- আমি ধর্মের অবমাননা করছি। যখন আমি চ্যালেঞ্জ করলাম, কোথায় করেছি? তারা বলে- আমার স্ত্রী করেছে। তখন লোকজন আমার গ্রিল ভাঙার চেষ্টা করে। আমার স্ত্রীকে মাফ চাইতে হবে। পরে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। হামলাকারীরা আমাকেই মারার চেষ্টা করেছে। পরে র‌্যাব-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’

 

 

সর্বশেষ খবর