সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

নেতা-নেত্রীদের নিয়ে পূর্ণিমায় পদ্মা সেতুতে যেতে চান জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-নেত্রীদের নিয়ে পূর্ণিমা রাতে পদ্মা সেতু দেখতে চাই। তিনি বলেন, ‘চিন্তা করেন প্রথমে আপনার (শেখ হাসিনা) গাড়ি, পেছনে খালেদা জিয়ার, পেছনে তিনজন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে থাকবে। আস্তে আস্তে যাব। এখনো সময় আছে অন্যদিকে পয়সা খরচ না করে এক পূর্ণিমা রাতে চলেন না যাই।

এইটাই হবে বাংলাদেশ।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘হয়রানিমূলক মামলায় রাজবন্দী ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস : নাগরিক সমাজের উদ্বেগ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণমতামত কেন্দ্র এই আলোচনার আয়োজন করে। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ। ডা. জাফরুল্লাহ বলেন, হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, কিন্তু খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে মুক্তি দিতে পারেন না। আমাদের দাবি, আলেম ও খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কর্মীর মুক্তি দিতে হবে। দুই দিনের মধ্যে আটক আলেমদের মুক্তি দিন। নইলে ১০ হাজার লোক নিয়ে হাই কোর্টের মাঠ দখল করে বসে থাকব। মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকারের সঙ্গে ন্যূনতম আপসের চিন্তা করে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমি নেই। আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি চাই। নুরুল হক নূর বলেন, সরকার ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু বিরোধী দলগুলোর কর্মসূচি না থাকার কারণে তারা রিলাক্সে পার পেয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর