সোমবার, ৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

পরীক্ষা বাড়ালেই শনাক্ত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষা বাড়ালেই শনাক্ত বাড়ছে

নমুনা পরীক্ষা বাড়ালেই বাড়ছে কভিড সংক্রমিত নতুন রোগী শনাক্তের সংখ্যা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯টি বেশি নমুনা পরীক্ষা করায় ৭৯৭ জন বেশি রোগী শনাক্ত হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯০২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। আগের দিন ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১ হাজার ১০৫ জন।

এর আগে             গত ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজারের ওপরে। এই চার দিনের মধ্যে ২৯ জুন সর্বোচ্চ ১৪ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ২ হাজার ২৪১ জন করোনা রোগী, যা ছিল ৪ মাস ১১ দিনের মধ্যে সর্বোচ্চ। ১ জুলাই নমুনা পরীক্ষা ১৩ হাজারের কম হওয়ায় শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজারের নিচে চলে আসে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০৭ জন কভিড রোগী। মারা গেছেন ২ জন। এর মধ্যে একজনের বয়স ছিল ১১ বছরের কম। আগের দিন মারা গিয়েছিলেন ছয়জন। মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে। এ সময় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১৫.৫৩ শতাংশ, যা আগের দিন ছিল ১৩.২২ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন কভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন। প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ১৬২ জন।

ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে ২৬ মার্চ তা এক শর নিচে নামে। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় চারজনে। ২২ মের পর রোগী বাড়তে শুরু করে। ১১ সপ্তাহ পর গত ১২ জুন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এক শ ছাড়িয়ে যায়। ২৭ জুন তা ছাড়ায় দুই হাজারের ঘর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর