শিরোনাম
বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

মোটরসাইকেল নিয়ে বিব্রত পুলিশ

ত্রৈমাসিক অপরাধ সভা

সাখাওয়াত কাওসার

মহাসড়কে মোটরসাইকেল বন্ধে বিশেষ নির্দেশনায় বিব্রত পুলিশ। মঙ্গল ও বুধবার পুলিশ সদর দফতরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। সভায় কর্মকর্তারা বলছিলেন, এমন আদেশের আগে পুলিশের পক্ষ থেকে কোনো মতামত চাওয়া হয়নি। মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি করা হলে তা ভয়াবহ যানজটের কারণ হতে পারে। অন্যদিকে কোরবানির পশু পরিবহনে রাস্তাঘাটে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি এ ক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন। কোরবানির পশুর হাট পরিদর্শনের জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। গতকাল রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিন তিনি এ নির্দেশনা দেন। রবিবার বিকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জরুরি একটি সভা শেষে সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন- এ সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরবাইক চলাচল করবে না। এ সময় দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং সার্ভিসও বন্ধ থাকবে। ঢাকা, বরিশাল বা চট্টগ্রামের রাইড শেয়ারিং বাইকের যেটি যে জেলার মোটরসাইকেল, সেটি সেই জেলাতেই চালাতে হবে বলে তিনি জানান। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্র বলছে, অপরাধ পর্যালোচনা সভায় কর্মকর্তারা বলছিলেন, কোন মোটরসাইকেলটি রাইড শেয়ারিং করে আর কোনটি ব্যক্তিগত সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কোনো অ্যাপস তৈরি করা হয়নি। আবার যৌক্তিক ও অনিবার্য কারণ চিহ্নিত করার বিষয়েও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। হঠাৎ করে এমন নির্দেশনা সত্যি খুব বিব্রতকর হবে চালক ও পুলিশ উভয়ের জন্য। এর পরও আইজিপি বিআরটিএ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে অপারেশন চালানোর নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের। এ ছাড়া ডাকাতির ঘটনায় পুলিশের উদাসীনতা ও সমন্বয়হীনতার বিষয়টি উঠে আসে অপরাধ সভায়। কর্মকর্তারা বলেন, অনেক আসামি গ্রেফতারের পর তার অতীত কর্মকাণ্ডের তথ্য দিয়ে বলে অন্য জেলা কিংবা অন্য থানাতেও সে ডাকাতি করেছে। তখন ওই জেলা কিংবা থানায় খোঁজ করলে এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায় না। আইজিপি বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো বা চেক করা যাবে না। পশুর হাটে পোশাকে ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন রাখতে হবে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে করিমন, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে। মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা পালন করতে হবে। পুলিশপ্রধান বলেন, মামলা তদন্তের ক্ষেত্রে তদারকি বাড়াতে হবে। মামলার তদন্ত দ্রুততম সময়ে শেষ করতে হবে। তদন্তের মান বাড়াতে হবে। নিবিড় তদারকির মাধ্যমে মামলা তদন্তের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশের অব্যবহৃত জমিতে ফসল উৎপাদন এবং জলাশয়ে মাছ চাষ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি। সভায় পুলিশের অতিরিক্ত আইজি, সব রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জেলার পুলিশ সুপারসহ অন্যান্য ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এ ওয়াই এম বেলালুর রহমান এপ্রিল-জুন মাসের খুন, ডাকাতি, দস্যুতা, চুরি, ছিনতাইসহ সামগ্রিক অপরাধচিত্র তুলে ধরেন। পরে পুলিশ কর্মকর্তারা অপরাধের গতিপ্রকৃতি নিয়ে মতামত ব্যক্ত করেন। সভায় কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা; শপিং মল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা; বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনের নিরাপত্তা; ট্রাফিক ব্যবস্থাপনা এবং বন্যাকবলিত এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

শুদ্ধাচার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন আইজিপি : আইজিপি ড. বেনজীর আহমেদ শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদান করেছেন। গতকাল তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের হাতে এ অর্থ প্রদান করেন। প্রসঙ্গত, আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দফতর বা সংস্থার প্রধানদের মধ্যে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। তখন তিনি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দেন।

সর্বশেষ খবর