শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন

নিজস্ব প্রতিবেদক

ডলারের বিপরীতে এবার ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরপতন হয়েছে। দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে পাউন্ডের দর। ১ ডলারের মান দাঁড়িয়েছে ১ দশমিক ১৯ পাউন্ড। এর আগে ২০২০ সালের মার্চ মাসে লকডাউন জারির পর পাউন্ডের দর এতটা নেমে এসেছিল। রাজনৈতিক অস্থির প্রভাবে মন্দার শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মূলত মন্দার শঙ্কার কারণে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা।

পাউন্ডের দরপতনের কারণে আমদানি করা পণ্যের দাম বাড়বে। অর্থাৎ মূল্যস্ফীতি আরও এক দফা বাড়বে। দ্য ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, এ মুহূর্তে ডলারের প্রভাবে অন্যান্য মুদ্রার দামের পতনের বহুবিধ কারণ থাকলেও প্রধান কারণ দুটি। এক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে পেট্রোলিয়াম থেকে রকমারি পণ্য সবকিছুরই দাম বেড়েছে। দুই, যুক্তরাষ্ট্রে নীতি সুদহার বৃদ্ধি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর