শিরোনাম
শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করা হয়েছে। তারা হলেন আবদুল্লাহপুরে মো. সাঈদ (২২) ও রায়েরবাজারে মো. রবিন ওরফে বক্কর (২৩)।

উত্তরা পূর্ব থানার এসআই সজল পাল জানান, বুধবার রাত আড়াইটার দিকে আবদুল্লাহপুর ব্রিজে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাঈদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার চাচাতো ভাই লিটন বলেন, ‘আমি টঙ্গীতে চাকরি করি। সাঈদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াটার ট্যাংকির হেলপার। বুধবার ঈদের ছুটিতে বাড়ি যাবে, বেতন-বোনাস নিয়ে আমার বাসায় আসছিল। আমরা দুজন একসঙ্গে বাড়ি যাওয়ার চিন্তা করেছিলাম। আসার পথে ছিনতাইকারীরা তাকে খুন করে টাকা নিয়ে গেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।’ এদিকে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার পুলপার বটতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে রবিনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল সকাল ৯টায় চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলছেন, রবিনের পেটে-পিঠে চার-পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। রবিনের বোন সোমা আক্তার জানান, রবিনের বন্ধু আল আমিনের সঙ্গে একই এলাকার আকাশের দ্বন্দ্ব হয়। সে বিষয়ে জানতে গিয়ে আকাশের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। এরই জেরে আকাশসহ তিন-চার জন তাকে ছুরিকাঘাত করেছে বলে জানতে পেরেছেন। তিনি বলেন, ‘রবিনের স্ত্রী স্বর্ণা আক্তারের সঙ্গে ঘটনার আগে ঝগড়া হয়। পরে স্বর্ণা তার বাবার বাড়ি চলে যান এবং তাকে হুমকি দিয়ে যান। ঘটনার আগের দিন রবিন বাসায় ফেরেনি। পরে সংবাদ পাই সে হাসপাতালে।’ জানা গেছে, রায়েরবাজার কাঁচাবাজারের আড়তের পাশে রবিনের বাসা। তিনি একটি জুস কোম্পানিতে চাকরি করতেন। তার বাবা দেলোয়ার হোসেন রিকশাচালক। গ্রামের বাড়ি বরিশাল। রবিনের বন্ধু বাবু জানান, রবিনসহ তারা তিনজন রায়েরবাজার বটতলা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী মিঠুর ছেলেসহ পাঁচ-ছয় জন তাদের পথ রোধ করে। সেখান থেকে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধরে নিয়ে পাশেই রাস্তায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই মো. লিটন মাতুব্বর জানান, রবিন হত্যায় আকাশ, ধ্রুব, শাকিব নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

সর্বশেষ খবর