শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

যাত্রাপথে মাস্ক পরা বাধ্যতামূলক

ডা. এ জেড এম মোস্তাক হোসেন

যাত্রাপথে মাস্ক পরা বাধ্যতামূলক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেছেন, ‘দেশে বাড়ছে কভিড-১৯ সংক্রমণ। করোনা পরিস্থিতিকে অবহেলা করার সুযোগ নেই। পরিবার-স্বজনের সঙ্গে ঈদ পালন করতে ঢাকা ছাড়ছে মানুষ। বাসে-ট্রেনে মানুষের ঢল। এই গাদাগাদিতে করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। তাই যাত্রাপথে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এখন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। করোনার সব ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে মাস্ক। স্বাস্থ্যবিধি মানার বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। করোনার শুরু থেকে যে স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে তা ব্যবহার করতে হবে। হাত না ধুয়ে নাকে-মুখে হাত দেওয়া যাবে না। করোনার উপসর্গ দেখা দিলে আরটি-পিসিআর কিংবা অ্যান্টিজেন্ট টেস্ট করতে হবে। জ্বর, কাশি নিয়ে বাইরে বের হওয়া যাবে না। নিজের, পরিবারের এবং চারপাশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করতে হবে।’

ডা. এ জেড এম মোস্তাক হোসেন আরও বলেন, ‘দেশে ব্যাপক পরিসরে চলছে টিকাদান। টিকা নিলে করোনার ঝুঁকি এবং জটিলতা দুটোই কমবে। তাই অবশ্যই তিন ডোজ টিকা নিতে হবে। রোগী শনাক্ত হওয়ার পর জটিলতা থাকলে হাসপাতালে ব্যবস্থাপনায় নিতে হবে। বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের পরামর্শ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে। আক্রান্ত রোগীদের আইসোলেশনের বিষয় নিশ্চিত করতে হবে। সুস্থ থাকতে সচেতন হতে হবে।’

সর্বশেষ খবর