শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও দিনাজপুরে সড়কে প্রাণ হারিয়েছেন ১০ জন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ প্রাণ গেছে তিনজনের। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার পুরাতন ওজন স্কেলের সামনে গতকাল ভোররাতে বাস-ট্রাক সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে খাদে পড়ে হেলপার নিহত হন। আহত হন অন্তত ১৫ জন যাত্রী। এদিকে কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারা যান আনিসুর রহমান (৩৫) নামে এক যুবক। এ সময় আহত হয়েছেন ছয়জন। নিহত আনিসের বাড়ি বুড়িচং উপজেলার কিংবাজেহুরা গ্রামে। এ ছাড়া মামার সঙ্গে মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানচাপায় মৃত্যু হয়েছে শ্রাবন্তী আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীতে গতকাল ভোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন, নাটোর জেলার হাফিজুর রহমান (৩৬) ও আরিফুল ইসলাম (৩৫)। গোড়াই হাইওয়ে থানার এসআই বিল্লাল জানান, হাফিজুর ও আরিফুল মোটরসাইকেলে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় ট্রাক তাদের ধাক্কা দেয়। একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপ সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ : স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শাকিল (২৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে। অপরদিকে একই এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

বগুড়া : সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছিলেন তিনি।

দিনাজপুর : দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে চিরিরবন্দরে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় রাকিব হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাকিব (১৪) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।

সর্বশেষ খবর